‘সরকার রক্ষীবাহিনীর মতো বাহিনী সৃষ্টির পাঁয়তারা করছে’
২৫ অক্টোবর ২০২৩ ১৬:৩০
ঢাকা: আনসার বাহিনীকে আটকের ক্ষমতা দিয়ে সংসদে উত্থাপন করা বিল সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী। তিনি বলেন, ‘কাউকে গ্রেফতার/আটকের জন্য সুনির্দিষ্ট বাহিনী আছে। সরকার পুলিশের সমান্তরাল আরেকটি বাহিনী সৃষ্টি করে রক্ষীবাহিনীর মতো বাহিনী সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের ইনডেমনিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
বুধবার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১নং হলে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
সুব্রত চৌধুরী বলেন, ‘আজ পুলিশের ক্ষমতাকে খর্ব করে গ্রেফতারের ক্ষমতা দিয়ে আনসার বাহিনীকে রক্ষীবাহিনীর মতো আরেকটি বাহিনী হিসেবে তৈরি করছে। এ সংক্রান্ত যে আইনটি সংসদে উত্থাপন করা হয়েছে এটা সংবিধান পরিপন্থী। এই আইন বাংলাদেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত যত আইন আছে তারও পরিপন্থী।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক ও বার কাউন্সিলের নির্বাচিত (সাধারণ আসন) সদস্য জয়নুল আবেদীন বলেন, “নারায়ণগঞ্জ আদালতে আইন পেশায় নিয়োজিত দুই আইনজীবীকে গত ২৩ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চেম্বার থেকে তুলে নিয়ে যায়। সারারাত তাদের গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রেখে পরদিন দুপুরে আইনজীবীদের প্রতিবাদের মুখে ছেড়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ/মামলা চলমান নেই। তাদের এভাবে নিজ পেশাগত চেম্বার থেকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনায় আমরা বিস্মিত হয়েছি। আইনজীবীরা পেশা পরিচালনায় আতঙ্ক বোধ করছেন। আমরা প্রথমেই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্বাধীনভাবে পেশা পরিচালনার স্বার্থে ‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়ণের দাবি জানাচ্ছি।”
জয়নুল আবেদীন বলেন, ‘আইনজীবীরা স্বাধীন পেশা পরিচালনার মাধ্যমে বিচারপ্রার্থীকে ন্যায়বিচার প্রাপ্তিতে সাহায্য করেন। চেম্বার শুধুমাত্র একজন আইনজীবীরই নয়, বিচারপ্রার্থীর জন্যও নিরাপদ স্থান। সেই নিরাপদ স্থান থেকে কোনো ধরনের অভিযোগ ছাড়া দুই জন আইনজীবীকে আটক করার ঘটনা আমাদের দেশে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের যেভাবে মিথ্যা ও গায়েবি মামলায় হয়রানি করার জন্য গ্রেফতার করা হয়, তারই পুনরাবৃত্তি বলে আমাদের কাছে মনে হয়েছে। এর মূল কারণ দেশে কোনো সুশাসন নেই।’
এসময় আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য (সাধারণ আসন) এ এম মাহবুব উদ্দিন খোকন, মো. রুহুল কুদ্দুস (কাজল) এবং জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, ল’ইর্য়াস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জসিম উদ্দিন সরকার, আইনজীবী নেতা ড. গোলাম রহমান ভূঁইয়া, জগলুল হায়দার আফ্রিক, আবেদ রাজা, মুক্তার কবির খান, ইউসুফ আলী, নাসরিন আক্তার, মাহবুবুর রহমান খানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেআইএফ/এমও