Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৩ ১০:০৭

ছবি: আলজাজিরা

ফিলিস্তিনের গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে ইসরাইল। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গাজার একজন মেডিকেল কর্মকর্তা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবারের (৩১ অক্টোবর) হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া ১৫০ জন আহত হয়েছেন। ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক এ তথ্য নিশ্চিত করে জানান, ৫০ জনের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিমান হামলার ঘটনাস্থল থেকে ছবি এবং ভিডিওতে দেখা যায়, ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী এবং স্বেচ্ছাসেবকরা খালি হাতে বিপুল পরিমাণ কংক্রিটের ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছে।

এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস’র বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, একটি ভূগর্ভস্থ বাঙ্কারে লুকিয়ে থাকা হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই বিমান হামলা করা হয়েছিল। বোমাটি বিস্ফোরিত হলে সম্ভবত আশপাশের ভবনগুলো ধসে পড়ে।

সারাবাংলা/এনএস

ইসরাইল গাঁজা জাবালিয়া শরণার্থী শিবির ফিলিস্তিন বিমান হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর