Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১০:৪১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৩:০৯

যেখানে হামলা হয়েছে সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১২ জানুয়ারি) রাজ্যটির সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) এ তথ্য জানিয়েছে।

কেআইএ’র মুখপাত্র কর্নেল নাও বু বলেন, ‘শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিমান হামলার এ ঘটনা ঘটে। হামলায় নিহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক এবং স্থানীয় দোকানিরাও রয়েছেন।’

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে হামলা হয়েছে সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। বোমার আঘাতে আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

হামলা চলা এলাকা এখন কেআইএর নিয়ন্ত্রণে আছে। সশস্ত্র এই গোষ্ঠীর সদস্য রয়েছেন প্রায় সাত হাজার। স্বায়ত্তশাসন ও কাচিনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে কয়েক দশক ধরে সামরিক বাহিনীর সঙ্গে তারা লড়ছে। রাজ্যটিতে রত্নপাথরের বড় বড় খনির পাশাপাশি খনিজ সম্পদের বিপুল মজুত রয়েছে, যার বেশির ভাগই চীনে রফতানি হয়।

প্রসঙ্গত, ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী এক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর অন্যান্য রাজ্যের মতো কাচিনেও জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই শুরু হয়। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চির সরকার জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়তে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে একটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছে।

সারাবাংলা/ইআ

নিহত ১৫ বিমান হামলা মিয়ানমার জান্তা

বিজ্ঞাপন

ডিবি হেফাজতে পুলিশের ৪ কর্মকর্তা
৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১

আরো

সম্পর্কিত খবর