অবরোধে রাস্তায় যানবাহন বেড়েছে, গণপরিবহন কম
১ নভেম্বর ২০২৩ ১৪:৪৭
ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে রাস্তায় যানবাহন বেড়েছে। প্রথম দিন গতকাল মঙ্গলবারের (৩১ অক্টোবর) চেয়ে বুধবার (১ নভেম্বর) বেশি সংখ্যক গাড়ি চলছে। ব্যক্তিগত পরিবহনের আধিক্য থাকলেও গণপরিবহন খুবই কম দেখা গেছে। এছাড়া রাজধানী থেকে দূরপাল্লার বাসও ছেড়ে যাচ্ছে।
বুধবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ফার্মগেট, মহাখালী, মগবাজার, কাকরাইল, শাহবাগ, বিজয়নগর ও কাকরাইল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে গতকাল মঙ্গলবার রাস্তা প্রায় ফাঁকা থাকলেও আজ আর সে চিত্র নেই। প্রতিটি রাস্তায় অনেক সংখ্যক গাড়ি। ব্যাক্তিগত গাড়ি, পিকআপ, কাভার্ডভ্যান, সিএনজি, মোটরসাইকেল ও রিকশাই বেশি দেখা গেছে। বিটিআরসি ও বেসরকারি বাসও রাস্তায় নেমেছে, তবে তুলনামূলকভাবে অন্য পরিবহনের চেয়ে তা নগণ্য। ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। রাজধানীর মহাখালী থেকে এনা পরিবহনের বাস ছাড়লেও ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের পথে অন্য পরিবহনের বাস যেতে দেখা যায়নি।
মহাখালীর এনা কাউন্টারে কথা হলে কাউন্টার মাস্টার নাহিদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘সকাল থেকে ২০টি বাস ছেড়ে গেছে। মহাখালী থেকে বিভিন্ন সড়কে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে।’
তবে এনা পরিবহনের একজন চালক সিরাজ সারাবাংলাকে বলেন, ‘স্বাভাবিক দিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্তত ৪০টি বাস ছেড়ে যেত। অথচ এখন পর্যন্ত ৫টি গাড়ি গেছে। দুই ঘণ্টাতেও বাস ভরছে না। যাত্রী নেই।’
এনা পরিবহনের যাত্রী হিমেল বলেন, ‘জরুরি কাজে বাড়ি যেতে হবে। কাউন্টারে এসে এক ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়েছে। এখন বাস ছেড়ে যাচ্ছে।’
সারাবাংলা/ইএইচটি/এনএস