কিশোরকে যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন
২ নভেম্বর ২০২৩ ২৩:২৩
চট্টগ্রাম ব্যুরো : ১৩ বছর বয়সী কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারি কফিল উদ্দিন।
দণ্ডিত মো. আব্দুর রহিমের (৫৮) বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। বাসা নগরীর পতেঙ্গা থানার দক্ষিণ পতেঙ্গা গুচ্ছগ্রাম এলাকায়।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, আক্রান্ত কিশোর দক্ষিণ পতেঙ্গায় একটি ভাতের হোটেলের কর্মচারি ছিল। আসামি আব্দুর রহিমের ঘরে ভাড়া থাকতো। ২০২০ সালের ৫ অক্টোবর রাতে আব্দুর রহিম কিশোরকে একা পেয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে রহিমকে ধরে ফেলেন।
এ সময় ক্ষমা চেয়ে পার পেলেও পরবর্তীতে হোটেল মালিকের পরামর্শে আক্রান্ত কিশোর মামলা করেন। পুলিশ আসামি রহিমকে গ্রেফতার করে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের চৌধুরী সারাবাংলাকে জানান, ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিলের পর ২০২১ সালের ১৪ অক্টোবর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মোট ছয়জনের সাক্ষ্য নেয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয় বলে পিপি নাসের জানান।
সারাবাংলা/আরডি/একে