Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা সারোয়ার আটক, অভিযোগ পরিবারের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৩ ১৩:০৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৩ ১৫:২০

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব এবং বরিশাল সিটি করপোরেশন সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত তাকে আটকে তথ্য স্বীকার করা হয়নি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে সারোয়ারকে আটক করা হয় বলে জানিয়েছেন তার ছেলে নাফিস ইয়াসির। তবে বিএনপির মিডিয়া উইং থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি।

বিজ্ঞাপন

নাফিস ইয়াসিরের অভিযোগ, গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তার বাবাকে তুলে নিয়ে যায় মোহাম্মদপুরের বাসা থেকে। তার বিরুদ্ধে অভিযোগ বা কোনো মামলায় গ্রেফতার করা হবে কি না, সে বিষয়ে ডিবি তাদের কিছু বলেনি।

এদিকে ডিএমপি বা ডিবির পক্ষ থেকেও মজিবুর রহমান সারোয়ারকে আটকের তথ্য নিশ্চিত করা হয়নি।

সারাবাংলা/এজেড/টিআর

আটক বিএনপি সারোয়ার