বিএনপি নেতা আমীর খসরু ৬ দিনের রিমান্ডে
৩ নভেম্বর ২০২৩ ১৬:৪৬
ঢাকা: পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৩ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক তরীকুল ইসলাম আসামি এই বিএনপি নেতাকে আদালতে হাজির করেন।
আদালতে তদন্ত কর্মকর্তা আমীর খসরুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম জাকী-আল-ফারাবীর ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন- মধ্যরাতে আটক আমীর খসরু
এদিন আসামিপক্ষে সিনিয়র আইনজীবী মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের সমর্থনে শুনানি করেন তাপস কুমার পাল।
এদিন বিকেল পৌনে ৩টার দিকে আমির খসরুকে আদালতে হাজির করা হয়। সেখানে তাকে রাখা হয় ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানায়। পরে শুনানির সময় তাকে এজলাসে তোলা হয়।
এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সারাবাংলা/এআই/এমও