মেট্রোরেলের উদ্বোধনী ঢাকা বিভাগীয় সমাবেশে নেতাকর্মীর জনস্রোত
৪ নভেম্বর ২০২৩ ১৭:২১
ঢাকা: ঘনিয়ে আসছে আগামী জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে এবার ঢাকাবাসীর জন্য আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বহু প্রতিক্ষীত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ঢাকাবাসীকে স্মার্ট স্বস্তির যাত্রা উপহার দিতে আজ এমআরটি লাইন-৬ (মেট্রোরেল)-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে দুপুরে মতিঝিলের আরামবাগে ঢাকা বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের অঙ্গীকারে নির্বাচনি বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ইতোমধ্যে আরামবাগে ঢাকা বিভাগীয় সমাবেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের জনস্রোতের ঢল নামে।
ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১১টার পর ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে দলের নেতাকর্মীরা উৎসমুখর পরিবেশে সমাবেশে বিভিন্ন যানবাহনে এসে সমাবেশে যোগ দেন। নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সমাবেশে যোগ দেন।
আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিলে পৌঁছে প্রধানমন্ত্রী ঢাকা মহানগরীর প্রথম পূর্ব-পশ্চিম এমআরটি করিডোর ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুটের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
জাতীয় নির্বাচনের আগে ঢাকাবাসীর জন্য স্বস্তির স্মার্ট স্বপ্নযাত্রা উপহার দিল ক্ষমতাসীন সরকার। আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীবাসীর যাতায়াত সুবিধায় নবদিগন্তের দুয়ার খুললো।
আগামী রোববার থেকে তিন স্টেশন দিয়ে শুরু হবে মতিঝিল অবধি স্বস্তির মেট্রোযাত্রা। প্রাথমিকভাবে উত্তরা পর্যন্ত চলবে চার ঘণ্টা। দশ মিনিট পরপর আসবে ট্রেন।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেন সরকারপ্রধান শেখ হাসিনা। এর মাধ্যমে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে যানজটের মহানগরীতে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ।
প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রধানমন্ত্রী কার্ড পাঞ্চ করে টিকিট কেটে মেট্রো স্টেশনে প্রবেশ করেন। আগারগাঁও মতিঝিল অবধি পতাকা নাড়িয়ে মেটোরেলের যাত্রার শুভ উদ্বোধন করেন। এরপর তিনি শুভেচ্ছা বার্তায় স্বাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী আরেকটি মেট্রোরেলে মতিঝিল পর্যন্ত মেট্রোযাত্রায় অন্যান্য সঙ্গীদের নিয়ে রওনা দেন।
মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধনের দিনে ঢাকা বিভাগীয় মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের আগে ঢাকায় এটাই হতে যাচ্ছে আওয়ামী লীগের শেষ সমাবেশ। তাই সমাবেশে কমপক্ষে ১০ লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে রাজপথে শক্তির মহড়া দেওয়ার পরিকল্পনা নেয়।
সমাবেশে ঢাকা বিভাগের অধীনে ১৭টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা উপস্থিত হন। মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, ঢাকা বিভাগীয় ১৭টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরাও মঞ্চে ছিলেন।
সারাবাংলা/এনআর/এমও