দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
৫ নভেম্বর ২০২৩ ১০:৫৩ | আপডেট: ৫ নভেম্বর ২০২৩ ১০:৫৪
নরসিংদী: জেলার শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল গাজী (৬০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটির চালক আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।
গতকাল শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কারারচর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল গাজী বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ছোট জামুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফল বোঝাই একটি মিনি ট্রাক সিলেট যাচ্ছিল। পথে উপজেলার মিলগেইটের সামনে আসলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের পাশে থাকা হেলপার ইসমাইল গাজী ভিতরে চাপা পড়ে নিহত হন। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়।
খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিক চিকিৎসার পর আহত ট্রাক চালককে আর দেখা যায়নি বলে জানান তারা।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নিহত হেলপার ইসমাইল গাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মিনি ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এসএম/এনএস