Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির কলাভবন থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ঢাবি করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৩ ১৫:৪৭

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে কলাভবনের নিচতলার একটি ওয়াশরুম থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা এগুলো সেখানে রেখেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

কলাভবনের কয়েকজন নিরাপত্তাপ্রহরীর সঙ্গে কথা বলে জানা যায়, একজন নিরাপত্তা প্রহরী সকাল ১০টার দিকে ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পেয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে জানালে তিনি শাহবাগ থানাকে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘পুলিশকে খবর দেওয়ার পর তারা সেগুলো উদ্ধার করে নিয়ে গেছেন। আমরা বিষয়টি নজরে রাখছি। তবে কে বা কারা রেখেছে এটা জানা যায়নি।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবগত করা হলে পুলিশের সিটিটিসি টিম গিয়ে ককটেল দুটি উদ্ধার করে।’

সারাবাংলা/আরআইআর/ইআ

ককটেল উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর