মিরপুরে আলিফ পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৩ ১৬:৫৩
ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হল মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুপুর ২ টার দিকে গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মিরপুরে ঘটনাস্থলে পৌঁছায়। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
মিরপুর ১০ নম্বর থেকে ছেড়া আসা আলিফ পরিবহনের একটি বাস মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড়ে আসলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে আসেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন।
এর আগে দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সারাবাংলা/ইউজে/একে