ডিসেম্বরের শেষে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে: বাণিজ্য সচিব
৭ নভেম্বর ২০২৩ ১৪:১৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৩ ১৭:৩৬
ঢাকা: বাজারে নিত্যপণ্যের দামে যে ঊর্ধ্বগতি সেটা ডিসেম্বরের শেষ দিকে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
তিনি বলেছেন, নতুন উৎপাদিত পণ্য বাজারে আসলে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে। তার আগে আমদানি করা পণ্য বাজারে প্রবেশ করলে আলু, পেঁয়াজ, ডিমসহ যেসব পণ্যের দাম অতিরিক্ত ভাবে বেড়েছে তা কমতে শুরু করবে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, দ্রব্যমূল্য কমাতে আমরা চেষ্টা করছি। তবে নতুন উৎপদিত পণ্য বাজারে আসলে ডিসেম্বরের শেষের দিকে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক হতে পারে। বাজার মনিটরিংয়ের কারণেই দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। নইলে আরও বেশি দাম বাড়তো। আমদানির কারণে ডিম ও আলুর দাম কমছে। আরও মাস খানেক চাপের মধ্যে থাকতে হবে বলেও জানান তিনি।
বাণিজ্য সচিব আরও বলেন, মৌসুমটা এমন যে বছরের শেষ পর্যায়, এসময়ট বাজারে স্টক থাকে না। কৃষকের চেয়ে মধ্যস্বত্বভোগীর কাছে এই সময় পণ্য থাকে। এই কারণে এই সময়ে দাম বাড়ে। এবছর পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। এরপরও যে রফতানি মূল্য ভারত নির্ধারণ করেছে তাতে কেজি প্রতি ১৩০ টাকা পরে। দামের বিষয়ে ডিসির নেতৃত্বে স্থানীয় পর্যায়ে মনিটরিংসহ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাবাংলা/জেআর/এনইউ