Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহকারী অ্যাটর্নি জেনারেল ফেরদৌসের নিয়োগ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১৫:৪২

ঢাকা: সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের নিয়োগ বাতিল করে তাকে পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’সুপ্রিম কোর্টের আইনজীবী তামান্না ফেরদৌসের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে, গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমানের সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসের বাকবিতণ্ডা ও হাতাহাতি ঘটনা ঘটে। সে ঘটনার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় ব্যবস্থা নিতে আইনজীবী মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল বরাবর একটি লিখিত আবেদন করেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

সহকারী অ্যাটর্নি জেনারেল

বিজ্ঞাপন

ঈদ হোক সাম্যের উৎসব
৩১ মার্চ ২০২৫ ১৯:৪৬

আরো

সম্পর্কিত খবর