ইবির শাপলা ফোরামের নির্বাচন ৪ ডিসেম্বরের মধ্যে, কমিশন গঠন
১১ নভেম্বর ২০২৩ ১৮:০৫
কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ পরিচালনার জন্য গণিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কে. এম. আব্দুস ছোবাহান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।
বুধবার (৮ নভেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে, নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটিকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো শনিবার পূর্বের ন্যায় ভোট প্রাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। এবং ভোট গণনার সময় লাইভ প্রচারের জন্য পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়েছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আজকে চিঠি পেয়েছি। আগামীতে সদস্যদের নিয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সারাবাংলা/একে