Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে চিকিৎসাধীন আরেক পোশাক শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৩ ০৯:৪৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ০৯:৫৬

ঢাকা: গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত হওয়া ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার জালাল উদ্দিন (৪২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শনিবার দিবাগত রাতে হাসপাতালটির নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এর আগে, ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকের আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জালাল উদ্দিণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর থেকে আসা গার্মেন্ট শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ঢাকা মেডিকেলে মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জালালের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানায়। তিনি স্ত্রী নার্গিস পারভিন ও একমাত্র মেয়েকে নিয়ে কোনাবাড়ী জরুন বাজার এলাকায় থাকতেন।

জালাল উদ্দিনের শ্যালক রেজাউল করিম জানান, ৮ নভেম্বর সকাল ৮টার দিকে জরুন এলাকায় বেতনভাতা বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে পুলিশের চালানো সটগানের গুলিতে আহত হন জালাল। তার পেটে লেগেছিল গুলি। ওইদিনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছিল।

উল্লেখ্য, ৮ নভেম্বর ওই আন্দোলনে পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ১

সারাবাংলা/এসএসআর/ইআ

গাজীপুর টপ নিউজ পুলিশের গুলি শ্রমিক আন্দোলন

বিজ্ঞাপন

পবিত্র শবে বরাত আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর