Sunday 09 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসা থেকে প্রতিবন্ধী ২ বোনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৩ ০৯:৫০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৩ ১১:২০

ঢাকা: রাজধানীর হাজারীবাগ কালুনগরের একটি বাসা থেকে প্রতিবন্ধী দুই বোনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের গলা এবং অন্যজনের হাত-পায়ের রগ কাটা ছিল।

রোববার দিবাগত মধ্যরাতে হাজারীবাগ থানা পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতরা হলেন, নাসরিন আক্তার (৩০) ও তার বড় বোন জেসমিন আক্তার (৪৪)। তাদের বাবার নাম মৃত জামাল হক। বর্তমানে হাজারীবাগ কালুনগর ৬ তলা বাড়িটির তৃতীয় তলায় থাকতেন তারা।

সোমবার সকালে (১৩ নভেম্বর) হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাসরিনের ডান পায়ের রগ কাটা এবং বাম পায়ের হাঁটুর নিচে ও বাম হাতে কাটা যখম আছে। এছাড়া জেসমিন আক্তারের গলা গভীরভাবে কাটা।

তিনি আরও জানান, দুই বোনই বাক এবং মানসিক প্রতিবন্ধী। দু’জনই অবিবাহিত। তাদের বাবা মারা গেছেন। বাসায় তারা মা এবং ভাই নাজির হোসেনের সঙ্গে থাকতেন। রোববার রাতে তার ভাই নাজির বাসার বাইরে আর মা পাশের রুমে ছিলেন। একপর্যায়ে তাদের দু’জনকে রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে তারা থানায় খবর দেন।

এসআই জানান, তবে নাসরিন আক্তারকে স্বজনরা জীবিত মনে করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতালে গিয়ে নাসরিনের মৃতদেহ পাওয়া যায় এবং ওই বাসা থেকেই জেসমিনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক বোন আরেক বোনকে মেরেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

২ বোন প্রতিবন্ধী রক্তাক্ত মৃতদেহ

বিজ্ঞাপন

মেলার ৯ম দিনে নতুন বই এসেছে ৯৭টি
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮

আরো

সম্পর্কিত খবর