ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুনসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে বিজিবি’র জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকে সারাদেশে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি চলছে। গতকাল রোববার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধ আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত চলবে।