Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মস্কো পৌঁছেছেন গাজা থেকে সরিয়ে নেওয়া ৭০ রুশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ০৯:২৬

গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া ৭০ জনের প্রথম রুশ দলটি কায়রো হয়ে মস্কো পৌঁছেছেন। গাজা থেকে সরানোর পর তাদের রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল সদর দফতরে রাখা হয়েছিল।

রাশিয়ার সংবাদমাধ্যম তাসে’র এক সংবাদে এ কথা জানানো হয়।

অপারেশন প্রধান, রুশ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা ড্যানিল মার্টিনভ বলেন, ‘গাজা উপত্যকা থেকে সরিয়ে নেওয়া ৭০ জন রাশিয়ানের প্রথম দলটি ইতোমধ্যে মস্কো পৌঁছে গেছেন।’

তিনি আরও বলেন ‘যতক্ষণ না গাজা ছেড়ে যেতে ইচ্ছুক এক হাজারের বেশি রুশ নাগরিকদের সরিয়ে নেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত রাশিয়ান জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অপারেশনাল গ্রুপটি মিশরে থাকবে। সবাইকে সরিয়ে নিতে যতদিন লাগবে আমরা ততদিন এখানে থাকব। আমরা তখনই চলে যাব যখন শেষ স্বদেশী বা সাহায্যপ্রার্থী ব্যক্তিকে বের করে নিয়ে বিমানে তুলে দেওয়া হবে।’

অপারেশনাল গ্রুপটি কয়েক দিনের মধ্যে সমস্ত রাশিয়ান নাগরিক এবং সাহায্যপ্রার্থীদের প্রায় ১ হাজার লোককে সরিয়ে নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘যদি চেকপয়েন্টটি খোলা থাকে তবে আমাদের কয়েক দিনের প্রয়োজন হবে। অপারেশনাল গ্রুপটি গত তিন দিন ধরে সীমান্ত ক্রসিংয়ের অনুমতির অপেক্ষায় ছিল। কিন্তু চেকপয়েন্টটি সরিয়ে না দেওয়ায় ইসরাইল অ্যাম্বুলেন্সগুলিকে যেতে দেয়নি।’

এর আগে, গাজা থেকে রুশ নাগরিকদের বহনকারী তিনটি মিনিবাস কায়রোতে স্থাপিত রুশ জরুরি পরিস্থিতি বিষয়ক সদর দফতরের কাছের একটি হোটেলের কনফারেন্স হলে পৌঁছান। সেখানে উদ্ধারকারীদের সঙ্গে চিকিৎসা কর্মীদের দল ও জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও দেখা করেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ রুশ নাগরিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর