Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওড়িশী উৎসবে উড়িষ্যা যাচ্ছে চট্টগ্রামের একদল নৃত্যশিল্পী

সারাবাংলা ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ১২:৪৫

চট্টগ্রাম ব্যুরো: বিশ্ব ওড়িশী উৎসবে যোগ দিতে ভারতের উড়িষ্যা যাচ্ছেন ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রাম’র একদল নৃত্যশিল্পী। ১৯ ডিসেম্বর উড়িষ্যার গুরু কেলুচরণ মহাপাত্র ওআরসি অডিটোরিয়ামে বসবে নৃত্যের এ আসর।

প্রতিষ্ঠানটির মিডিয়া পর্ষদ প্রধান অভ্র বড়ুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এবার উড়িষ্যায় শাস্ত্রীয় নৃত্য ওড়িশী উৎসবের ১৪তম আসর অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক নৃত্য প্রতিষ্ঠানের নৃত্যশিল্পীরা অংশ নেবেন। একইসঙ্গে সম্মাননাও দেওয়া হবে। শ্যামাহারী চক্রের আমন্ত্রণে চট্টগ্রাম থেকে যাচ্ছে ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির যেসব নৃত্যশিল্পী উড়িষ্যায় যাচ্ছেন, তারা হলেন- তূষি ভট্টাচার্য, নিবিড় দাশগুপ্তা, রিয়া বড়ুয়া, ময়ূখ সরকার, অর্জিতা সেন চৌধুরী, দিয়া দাশ গুপ্তা, মৈত্রী চক্রবর্তী তূর্ণি, ঈষিকা দাশ এবং পরিচালক প্রমা অবন্তী।

উড়িষ্যার আগে একই দল ভারতের ত্রিপুরায় চিত্রকলা ডান্স একাডেমির আয়োজনে ‘ওড়িশী উত্তরণ উৎসবে’ অংশ নেবে।

সারাবাংলা/আরডি/ইআ

নৃত্যশিল্পী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর