Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ঘণ্টা ধরে জ্বলছে গাজীপুরের ফয়েল কারখানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৩ ০১:২৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ০১:৩৩

দুই ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি সাফওয়ান কারখানার আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে একটি ফয়েল কারখানায় আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টা ধরে কারখানাটিতে আগুন জ্বলছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় কোয়ালিটি টেক্সলাইন ও সাফওয়ান ফয়েল লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে তারা এগিয়ে গিয়ে কারখানায় আগুন লেগেছে দেখতে পান। পরে তারা খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সারাবাংলাকে বলেন, ঘটনাস্থল থেকে ফোন দিয়ে আগুনের সংবাদ জানায়। খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়। এখন কালিয়াকৈর, সারাবো, মির্জাপুর ও ডিইপিজেড স্টেশনের মোট আটটি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সারাবাংলা/টিআর

কারখানায় আগুন ফয়েল কারখানায় আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর