গাজীপুরে ফয়েল ও ডাইং কারখানার আগুন নিয়ন্ত্রণে
১৫ নভেম্বর ২০২৩ ১১:৫২
গাজীপুর: কালিয়াকৈরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স কারখানা ও কোয়ালিটি ডাইং কারখানায় আগুনের এ ঘটনা ঘটে। পরে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে ফোন দিয়ে আগুনের সংবাদ জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈরে, সারাবো, মির্জাপুর, ডিইপিজেড স্টেশনের মোট ৬টি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।’
পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ার ফলে ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট যোগ দেয় নিয়ন্ত্রণের কাজে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সারাবাংলা/এমও