কাশ্মীরে আগুনে নিহত ৩ বাংলাদেশির মরদেহ দেশে
১৫ নভেম্বর ২০২৩ ২০:১৪
ঢাকা: ভারতের কাশ্মীরের শ্রীনগরে হাউজবোটে আগুন লেগে নিহত তিন বাংলাদেশির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ভারতের দিল্লি থেকে একটি কার্গো বিমানে করে মৃতদেহ তিনটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃতদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে বিমানবন্দর থানা পুলিশ। মৃতদেহগুলো জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার মো. আবু হোসেন বলেন, ‘গত শনিবার (১১ নভেম্বর) কাশ্মীরে হাউজবোটে আগুন লেগে তিন বাংলাদেশি মারা যান। এর মধ্যে দু’জন প্রকৌশলী ছিলেন। নিহতরা হলেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল ও উপ বিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত ও তাদের বন্ধু ব্যবসায়ী মো. মঈনুদ্দিন।’
তিনি আরও বলেন, ‘জানতে পেরেছি, তাদের তিন জনের বাড়িই চট্টগ্রামে। ভারতে তাদের তিন জনেরই ময়নাতদন্ত হয়েছে। তবে আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের তাদের ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম