Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মণিপুরের ৩ জেলায় স্বায়ত্তশাসনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩ ১৩:৪৬

ভারতের মণিপুরের রাজ্যের তিনটি জেলায় স্বায়ত্তশাসনের ঘোষণা দিয়েছেন আদিবাসী নেতারা। রাজ্যটির কুকি-জো সম্প্রদায়ের আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) এই ঘোষণা দেয়। তারা বলেন, তিনটি জেলা সম্প্রদায়ের সদস্যদের ‘স্বশাসনে থাকবে।’

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু’র প্রতিবেদনের বরাত দিয়ে খবর দ্য ওয়্যার জানায়, আইটিএলএফ’র সাধারণ সম্পাদক মুয়ান টম্বিং বলেছেন, টেংনুপাল, কাংপোকপি এবং চুরাচাঁদপুর জেলার কুকি-জো জনগণ স্ব-শাসনের আওতায় আসবে। এই সম্প্রদায়ের ‘মেইতি (জাতি) মণিপুর সরকারের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কেন্দ্র (কেন্দ্রীয় সরকার) আমাদের স্বীকৃতি দিল কি দিল না, তা আমরা পরোয়া করি না। পরিকল্পনাটি নিয়ে গত এক মাস ধরে আলোচনা হয়েছে।’

ভারতের কেন্দ্রীয় সরকারের ‘পক্ষপাতমূলক বিচার’ সংস্থাটিকে স্ব-শাসন ঘোষণা করতে বাধ্য করে বলেও উল্লেখ করেন মুয়ান টম্বিং।

একদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদনে বলা হয়, এর আগে আইটিএলএফ ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি আল্টিমেটাম দিয়ে বলেছিল, দুই সপ্তাহের মধ্যে তাদের দাবিগুলো পূরণ করা না হলে তারা একটি স্ব-সরকার প্রতিষ্ঠা করবে। তাতে ‘কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেক বা না দেক।’

মণিপুরে গত ৩ মে সহিংসতা শুরু হওয়ার পর থেকে জাতিগত বিভক্তি মারাত্মক আকার ধারণ করেছে। এতে নিহত হয়েছেন শত শত মানুষ এবং আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। এরপর থেকে কুকি-জো বিধায়ক এবং বিশিষ্ট নাগরিকরা তাদের জন্য একটি পৃথক অঞ্চলের জন্য মোদি সরকারের ওপর চাপ দিয়ে আসছিল। তারা একাধিকবার বলেছিলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এন বীরেন সিংয়ের অধীনে মেইতি-সংখ্যাগরিষ্ঠ সরকার তাদের আস্থা হারিয়েছে। এ পরিস্থিতির মধ্যে এবার রাজ্যটির তিনটি জেলায় স্বায়ত্তশাসনের ঘোষণা দিলেন আইটিএলএফ’র নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

আইটিএলএফ ভারত মণিপুর

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর