Sunday 13 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারি বদলি বা নিয়োগে অনুমতি লাগবে ইসির’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১৬:০৭

ইসি সচিব জাহাংগীর আলম। ফাইল ছবি

ঢাকা: তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় এখন থেকে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া সরকারি কোনো কর্মকর্তাকে বদলি ও নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, তফসিল ঘোষণা হয়ে গেছে সুতরাং আজকে থেকে সরকারি যে কোনো কর্মকর্তাকে বদলি ও নিয়োগের ক্ষেত্রে আগে থেকে ইসির অনুমতি নিতে হবে।

এসময় তিনি আরও বলেন,  সংসদ নির্বাচনে অংশ নিতে হলে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের আগে পদত্যাগ করতে হবে।

তফসিল ঘোষণার পর রাজনৈতিক চাপ অনুভব করছেন কি না? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আরপিওতে সুস্পষ্ট বলা আছে নির্বাচনকালীন সময়ে সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে।

নির্বাচন মন্ত্রী-এমপিরা আগের মতো কাজ করতে পারবে কি না? এই বিষয়ে ইসি সচিব স্পষ্ট করে কিছু বলেননি।

সারাবাংলা/জিএস/এনইউ

ইসি সচিব টপ নিউজ তফসিল নিয়োগ বদলি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর