Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় ‘মিধিলি’: চট্টগ্রামে গাছচাপায় শিশু ও বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৩ ২২:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে ঝড়ো বাতাসে গাছচাপায় মিরসরাইয়ে এক শিশু এবং সন্দ্বীপে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে এই পৃথক দুর্ঘটনা ঘটে।

এদিন, উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় কাটাবিল এলাকায় গাছচাপায় সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আনোয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন সারাবাংলাকে জানান, বিকেলে বাড়ির সামনে খেলার সময় প্রচণ্ড বাতাসে একটি গাছের ডাল ওই শিশুর উপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার বিকেলে সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে ঝড়ো হাওয়ায় গাছচাপা পড়ে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম আবদুল ওহাব (৭০)। তিনি ওই এলাকার হানিফ মাস্টার বাড়ির বাসিন্দা।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘বিকেলে ওহাব নামে ওই ব্যক্তি আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রবল বাতাসে গাছের একটি ডাল ভেঙে তার ওপর পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

সারাবাংলা/আইসি/এমও

ঘূর্ণিঝড় বৃদ্ধ মিধিলি মিরসরাই শিশু

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর