Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা কলেজছাত্রীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ২০:৫২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ০৮:২৬

টাঙ্গাইল: গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের মামলাকারী কলেজছাত্রী এশার রহস্যজনক মৃত্যু হয়েছে। বড় মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে পুলিশ টাঙ্গাইল পৌরসভার বোয়ালী এলাকায় এশার বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে।

এর আগে, গত চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

গোলাম কিবরিয়া বড় মনির

গোলাম কিবরিয়া বড় মনির

সম্প্রতি গোলাম কিবরিয়া বড় মনির উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সরফুদ্দিন জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছ। ক্রাইম সিন ইউনিট ঘটনা স্থলে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএস/এমও

কলেজছাত্রী টপ নিউজ ধর্ষণ মামলা বড় মনির লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর