সুনামগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি’র সংঘর্ষ
১৯ নভেম্বর ২০২৩ ১৪:১০
সুনামগঞ্জ: হরতাল সমর্থনে বিএনপির মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ দু’জন সাংবাদিক আহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পুরাতন বাস-স্টেশন এলাকার বিএনপির কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হরতাল সর্মথনে সুনামগঞ্জের পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরাতন বাস-স্টেশন এলাকায় বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। এতে শহরের দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মী ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ও বিএনপির সংঘর্ষে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া দুই জন সাংবাদিক আহত হয়েছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়েছি। এতে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। আমরা তাদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।
সারাবাংলা/এএইচ/এমও