Tuesday 18 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিন বিকল হয়ে সাগর ভাসছিল ৩ দিন, ৪ জেলেকে জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ২৩:০১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ২৩:১৬

বাগেরহাট: ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোন এক মেইলে এ তথ্য জানান।

কোস্টগার্ডের মেইলে জানানো হয়, ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাব কেটে যাওয়ায় আজ কোস্ট গার্ডের রুটিন টহল চলাকালীন বেলা ১১ টার দিকে সুন্দরবনের কটকাসংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসতে দেখে অভিযানিক দলটি। এর পর তারা বোটের কাছাকাছি পৌঁছলে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরে কোস্ট গার্ড টহল দল বোটটিতে থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও শুকনো খাবার দেওয়া হয়।

বিজ্ঞাপন

জেলেদের বরাত দিয়ে কোস্টগার্ড জানায়, গত ১৬ নভেম্বর মাছ ধরার উদ্দেশে বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে সমুদ্রে যায় ওই জেলেরা। কিন্তু সাগরে তাদের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর গত তিন দিন ধরে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত জেলেদের সবাই বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সারাবাংলা/পিটিএম

ইঞ্জিন বিকল সাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর