Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১১:০২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় আব্দুর রব (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকালে কুমিল্লা থেকে ছেড়ে আসা মিনিবাসটি ঢাকা যাচ্ছিল। সাড়ে ৮টার দিকে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয় এবং অন্তত ২০ জন আহত হন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ পথচারী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর