Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত ১০টার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষেধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ২২:৫১

বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে রাত ১০টার পর প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়’ এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সই করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় রাত ১০টার পর কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না। ভিজিল্যান্স টিম (প্রক্টোরিয়াল বডি) রাত ১০টার পর কোনো বহিরাগতকে ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখলে তার বা তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বহিরাগতরা যেন অনায়াসে রাতে প্রবেশ করতে না পারে, সে জন্যই এ ব্যবস্থা। আমরা প্রক্টরিয়াল বডি সবসময় সজাগ। যদি কারও প্রতি সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদে প্রমাণ হয় সে বহিরাগত, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সারাবাংলা/টিআর

প্রবেশে নিষেধাজ্ঞা বরিশাল বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর