রাজশাহী: রাজশাহী নগরীর জনবহুল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কামারুজ্জামান চত্বরে এই ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থীর নাম সংগ্রাম কুমার (২৪)। তিনি রুয়েটের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল বিস্ফোরণে পায়ে গুরুত্বর আঘাত পেয়েছেন তিনি।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কামরুজ্জামান চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী আহত হয়েছেন। ফোর্স নিয়ে এসে ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি বলেন, ‘কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। সিটিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের ধরতে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।’
এদিকে, জনবহুল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দৌড়াদৌড়ি শুরু করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ককটেলের আলামত সংগ্রহ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।