বেনাপোল: যশোরের পুটখালী সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ আক্তারুল (২০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা মসজিদবাড়ি চেকপোস্ট পাকারাস্তা নামক এলাকা থেকে সোনার বারসহ ওই ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্কারের ছেলে।
২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার (পিএসসি ইঞ্জিনিয়ার) জানান, পুটখালী ক্যাম্পের একটি টহলদল মেইন পিলার ১৭/৭-এস’র ১৬৮ আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মসজিদবাড়ি চেকপোস্ট পাকারাস্তা নামক এলাকা থেকে ১৮টি সোনার বারসহ আক্তারুল নামে একজনকে আটক করে। তার কাছ থেকে জব্দ করা সোনার ওজন ২ কেজি শূন্য দশমিক ৮০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৬৮৬ টাকা।
খুরশিদ আনোয়ার আরও জানান, আটক আক্তারুলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং সোনার বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।