Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের আইভি

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৩ ১২:৪৭

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির করা বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস আইভি। মঙ্গলবার (২১ নভেম্বর) এই তালিকা প্রকাশ করে বিবিসি।

জান্নাতুল ফেরদৌস আইভি সম্পর্কে বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি অগ্নিদুর্ঘটনায় তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে, এই ঘটনা থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি একজন চিত্রনির্মাতা, লেখক ও অধিকারকর্মীর ভূমিকায় অবতীর্ণ হন।

বিজ্ঞাপন

তিনি ভয়েস অ্যান্ড ভিউজ নামক একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি অগ্নিদগ্ধ নারীদের অধিকার রক্ষায় কাজ করে।

তার বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে তিনি আইভি নামে পরিচিত। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বাড়াতে পাঁচটি শর্ট ফিল্ম তৈরি করেছেন এবং তিনটি উপন্যাস রচনা করেছেন।

জান্নাতুল ফেরদৌস আইভির একাডেমিক কৃতিত্বের মধ্যে রয়েছে ইংরেজি সাহিত্যে এমএ এবং ডেভেলপমেন্ট স্টাডিজে একটি ডিগ্রি।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর