Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব মহিলা লীগের নেত্রীর মামলায় ছাত্রদল সভাপতি স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৩ ০০:২৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ০০:৪৯

গ্রেফতার ফারুক আহমেদ সাব্বির। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে যুব মহিলা লীগের সাবেক এক নেত্রীর মামলায় তার স্বামী জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে রাঙ্গামাটি পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল জেলা ছাত্রদল সভাপতি সাব্বিরের নামে। সে কারণে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।’

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২০ জুন মামলার বাদী ও রাঙ্গামাটি জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা আক্তার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ তার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। সেই মামলায় সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে মনিকা উল্লেখ করেছেন, দুই বছর প্রেমের সম্পর্কের পর গত ১ মে আট লাখ টাকা দেনমোহরে মনিকা ও সাব্বিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাব্বির পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন।

সাব্বির ‘অনলাইন ক্যাসিনোতে আসক্ত’ ছিলেন উল্লেখ করে এজাহারে বলা হয়েছে, সাব্বির প্রায়ই মনিকার কাছ থেকে বিকাশে টাকা নিতেন। সবশেষ গত ১৭ জুন সাব্বির হুমকি দেন, পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে সংসার করবেন না। মনিকা যৌতুক দিতে অসম্মতি জানালে তাকে সাব্বির মারধর করেন। এর তিন দিন পর মনিকা আদালতে মামলা করেন।

ফারুক আহমেদ সাব্বির রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন বলেন, ‘জেলা ছাত্রদলের সভাপতি সাব্বিরকে আজ (বুধবার) রাত ৮টার দিকে রাঙ্গামাটি পৌরসভার সামনে থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। তবে কোন মামলায় তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে, সেটি আমরা জানতে পারিনি। সারাদেশেই তো আমাদের নেতাকর্মীদের ওপর গ্রেফতার, দমন-পীড়ন অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ছাত্রদল সভাপতি নারী নির্যাতনের মামলা ফারুক আহমেদ সাব্বির যুব মহিলা লীগ নেত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর