চোরাই অটোরিকশা বিক্রি করতে এসে ধরা
২৪ নভেম্বর ২০২৩ ১৮:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে দু’টি চোরাই সিএনজি অটোরিকশাসহ তিন জনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। চুরি করা একটি অটোরিকশা বিক্রি করতে এসে এক যুবক ধরা পড়ার পর তার তথ্যে আরও দু‘জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) ভোর পর্যন্ত পটিয়া ও বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতারের পাশাপাশি দু’টি অটোরিকশা উদ্ধার করে।
গ্রেফতার তিনজন হলেন- মোবারক হোসেন, মো. করিম ও মো. শাকিব। তাদের বয়স ২০- ২১ এর মধ্যে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সারাবাংলাকে জানান, একটি চোরাই অটোরিকশা বিক্রির জন্য বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া বাইপাস সড়কে অপেক্ষা করছিল মোবারক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ওই অটোরিকশাসহ আটক করে।
‘আটকের পর জিজ্ঞাসাবাদে মোবারক অটোরিকশাটি চোরাই বলে স্বীকার করে। এরপর তার দেওয়া তথ্যে বাঁশখালী উপজেলা থেকে করিম ও শাকিবকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে বাঁশখালীর গোমদণ্ডী থেকে নম্বরবিহীন আরেকটি অটো রিকশা উদ্ধার করা হয়’, বলেও জানান ওসি।
সারাবাংলা/আরডি/এমও