বার কাউন্সিল আইন সংশোধনের নির্দেশ
২৮ নভেম্বর ২০২৩ ২৩:১৪
ঢাকা: আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণসহ সময়োপযোগী আইন প্রণয়ন করতে বার কাউন্সিল আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ বার কাউন্সিলকে এ নির্দেশ প্রতিপালন করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
এ বিষয়ে বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) সাংবাদিকদের বলেন, ‘আমরা বার কাউন্সিলের নির্বাচিত কমিটির পক্ষ থেকে একটি রিকোয়ারমেন্ট দিয়েছি আদালতকে। পরে আদালত আমাদের নির্দেশনা দেন যেন আমরা আইন পরিবর্তন করি। এই আইন পরিবর্তন করার জন্য বার কাউন্সিলে ল রিফর্ম কমিটি আছে। তারা এটি করে নির্বাহী কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাবেন।’
শেরপুরের এক কলেজ শিক্ষক নিজের শিক্ষকতা পেশা গোপন করে আইনজীবী হন। কিন্তু কখনও তিনি ওকালতি করেননি। এ বিষয়টি অপরাধ ধরে তার লাইসেন্স বাতিল করে বার কাউন্সিল। বার কাউন্সিলের আদেশের বিরুদ্ধে ওই ব্যক্তির করা আপিল শুনানি শেষে হাইকোর্ট তার ওকালতি সনদ ফেরত দিতে নির্দেশ দেন এবং আইন সংশোধন করতে বলেন আদালত।
সারাবাংলা/কেআইএফ/একে