Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ১৪০টি মহিষ আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ০৮:৫০

বেনাপোল: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৪০টি মহিষ আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মহিষগুলো বন্দরে এসে পৌঁছায়।

এদের মধ্যে ভারতীয় মুরারা জাতের ৬৯টি বাছুর মহিষ, ৬৯টি গাভী মহিষ, ২টি ষাঁড়সহ সর্বমোট ১৪০টি মহিষ আমদানি করা হয়।

বন্দর পরিচালক মো. রেজাউল করিম জানান, ভারতের রফতানিকারক নারওয়াল ডেইরি ফার্ম থেকে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের ‘মহিষ উন্নয়ন প্রকল্পের আওতায় ৯টি ট্রাকে ভারতীয় মুরারা জাতের ৬৯টি বাছুর মহিষ, ৬৯টি গাভী মহিষ, ২টি ষাঁড় মহিষসহ সর্বমোট ১৪০টি মহিষ বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।

মহিষ আমদানি করার ক্ষেত্রে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করেন ‘এন ইসলাম’ এবং আমদানিকারক ‘জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড’।

সিএন্ডএফ এজেন্ট জানান, স্থলবন্দরের কার্যক্রম শেষে বাগেরহাটের মহিষ উন্নয়ন প্রকল্পে সেগুলো পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএনইউ/এমও

আমদানি মহিষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর