Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১২:২১

বান্দরবান: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পার্বত্য জেলা বান্দরবানে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বীর বাহাদুর উশৈসিং।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের হাতে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম.শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীসহ আওয়ামী লীগের একক প্রার্থী বীর বাহাদুর উশৈসিং স্থানীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালে ৩০০ নং পার্বত্য জেলা বান্দরবান আওয়ামী লীগের টিকেট পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে, ২০০১ সালে, ২০০৮ সালে, ২০১৪ সালে ও ২০১৮ সালে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।

এবারের দ্বাদশ সাংসদ নির্বাচনে তিনি টানা ৭ম বারের মতো দলীয় মনোনয়ন পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই/এমও

বীর বাহাদুর উশৈসিং

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর