Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় মির্জা আব্বাসের জামিন হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৭:০৪

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বিলকিছ আক্তারের আদালত এই আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জামিনের আবেদন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ নভেম্বর মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৫ নভেম্বর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়।

অভিযোগপত্র থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেন। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর এলাকায় নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করেন। ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা দেন। এসময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যান।

এই ঘটনায় গত ২৯ অক্টোবর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। মামলায় ৪৯ জনের নামোল্লেখসহ ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সারাবাংলা/এআই/এনইউ

জামিন টপ নিউজ নামঞ্জুর নাশকতা বিএনপি মামলা মির্জা আব্বাস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর