প্রথমবার কক্সবাজার থেকে ট্রেন ছাড়ল ঢাকার পথে
১ ডিসেম্বর ২০২৩ ১২:৪৩
কক্সবাজার: অবশেষে পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকায় স্বপ্নের ট্রেন যাত্রা শুরু করেছে। ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনটি শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে ১২টা ৩৫ মিনিটে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এর মধ্য দিয়ে কক্সবাজার তো বটেই, বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর অপেক্ষার অবসান হলো। একই ট্রেন রাত সাড়ে ১০টায় আবার যাত্রী নিয়ে রওনা দেবে ঢাকা থেকে। প্রথমবার যাত্রী নিয়ে কক্সবাজার থেকে সেই ট্রেন ঢাকায় পৌঁছাবে শনিবার (২ ডিসেম্বর) সকালে।
রেলপথ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, কক্সবাজার-ঢাকা রেলপথের দৈর্ঘ্য প্রায় ৪৮০ কিলোমিটার। তবে এই রেলপথের বাণিজ্যিক দূরত্ব ৫৫১ কিলোমিটার। এই দূরত্ব পেরিয়ে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রায় সময় লাগবে আট ঘণ্টা ১০ মিনিট। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৬৯০ টাকা।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের অন্যতম স্টেশন মাস্টার মো. ফরহাদ বিন জাফর বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিন এক হাজার ২০ জন যাত্রী নিয়ে ঢাকার পথে যাত্রা করে। ট্রেনটিতে মোট ২৩ বাস বা বগী থাকবে।
# ‘কক্সবাজার এক্সপ্রেস’ যাচ্ছে ঢাকায়, সমাপ্তি ঘটছে অপেক্ষার
সারাবাংলা/এনইউ