Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৩


৩ ডিসেম্বর ২০২৩ ১০:৩৬

ফিলিপাইনে একটি ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। খবর বিবিসি।

রোববার (৩ ডিসেম্বর) সকালে দেশটির মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) একটি জিমনেশিয়ামে এ ঘটনা ঘটে।

এই ঘটনাকে ভয়ঙ্কর উল্লেখ করেছে এমএসইউ কর্তৃপক্ষ। একইসঙ্গে এই সহিংসতায় হতাহতের ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত এবং আতঙ্কিত’ বলেও জানিয়েছেন তারা।

এক বিবৃতিতে বিশ্ববিদ্যায়টির পক্ষ থেকে বলা হয়, ‘একটি সভ্য সমাজে সহিংসতার কোনো স্থান নেই। এটি এমএসইউ-এর মতো উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানে বিশেষভাবে ঘৃণ্য। আমাদের খ্রিস্টান সম্প্রদায় এবং এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হবে বলেও জানিয়েছে এমএসইউ কর্তৃপক্ষ।

এর আগে, ২০১৭ সালে শহরটিতে সরকারী বাহিনী এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের মধ্যে যুদ্ধ হয়েছিল। যা প্রায় পাঁচ মাস স্থায়ী ছিল।

ফিলিপাইন মিন্দানাও স্টেট ইউনিভার্সিটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর