মানিকগঞ্জে জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল
৩ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৫
মানিকগঞ্জ: মানিকগঞ্জের তিনটি আসনেই জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে দু’জনের ব্যাংক ঋণ এবং একজনের বাড়ির গ্যাস বিল বকেয়া থাকায় মনোনয়নপত্রগুলো বাতিল হয়ে যায়।
রোববার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রেহেনা আক্তার।
জাতীয় পার্টির মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম রুবেল, একই আসনের আরেক প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ সাঈদ এবং মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নান।
এদের মধ্যে জহিরুল আলম রুবেলকে মানিকগঞ্জ-১ এবং মানিকগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ বলেন, ‘মানিকগঞ্জ-১ আসন থেকে আমাকে এবং জহিরুল আলম রুবেলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। চূড়ান্তভাবে আমাদের দুই জনের মধ্যে যেকোনো একজনকেই রাখা হবে। মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে আমাকে বাতিল করা হয়েছে বাড়ির গ্যাস বিল বকেয়া থাকার অজুহাত দেখিয়ে। আমার কাছে তিতাস গ্যাস ৬৪ হাজার টাকা পাবে। আমি টাকা পরিশোধ করে নির্বাচন কমিশনে আপিল করব।’
এছাড়া মানিকগঞ্জ-১ আসন ও মানিকগঞ্জ-২ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। জহিরুল আলমের মনোনয়নপত্র বাতিল দেখানো হয়েছে ব্যাংক ঋণ থাকার কারণ দেখিয়ে। তবে বাংলাদেশ ব্যাংকের স্টেটমেন্ট জেলা রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছানোর কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।’
এছাড়া মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের মনোনয়ন পত্রটিও বাতিল করেছে ব্যাংক ঋণ থাকার কারণে।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আমরা তিন প্রার্থীই আপিল করবো।’
এদিকে, মানিকগঞ্জের তিনটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ অন্য দলের মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাইবাছাইয়ে একুশ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং অফিসার রেহেনা আক্তার।
মানিকগঞ্জ-১ আসনে ১০ জনের মধ্যে ছয়জনের বাতিল হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী, জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম রুবেল ও হাসান সাঈদ, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. আফজাল, গণফ্রন্টের মোহাম্মদ শাহজাহান খান ও বিএনএমের মোনায়েম খান।
মানিকগঞ্জ-২ আসনে ১৪ জনের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এই আসনের সাবেক সংসদ সদস্য এসএম আব্দুল মান্নান, প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সারোয়ার আলম বাবু, স্বতন্ত্র প্রার্থী- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল ও তৃণমূল বিএনপির প্রার্থী জসিম উদ্দিন।
মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন ৯ জন। এরমধ্যে বাতিল হয়েছে দু’জনের মনোনয়ন। তারা হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা জহিরুল আলম রুবেল ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সাবিনা বেগম।
সারাবাংলা/এমও