বাসে ছুড়ে মারা মশালের আগুনে চালক দগ্ধ
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ২৩:২১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৩ ০০:৩৪
৩ ডিসেম্বর ২০২৩ ২৩:২১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৩ ০০:৩৪
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে বাস লক্ষ্য করে ছোড়া মশালের আগুনে চালক দগ্ধ হয়েছেন।
রোববার (৩ ডিসেম্বর) রাতে নগরীর খুলশী থানার দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
দগ্ধ বাস চালকের নাম মো. তারেক (৪০)।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত সারাবাংলাকে জানান, দামপাড়ায় কাউন্টারের সামনে রিল্যাক্স পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। বাসটি রাত সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
‘হঠাৎ চালকের পাশে জানালা দিয়ে একটি জ্বলন্ত মশাল ছুড়ে মারা হয়। আগুনে চালক দগ্ধ হয়েছেন। তবে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক তদন্তে জেনেছি, দুই যুবক বাইকে এসে মশাল ছুড়ে মেরে দ্রুত চলে যায়।’
ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/একে