Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৩ ২৩:৫২

ঢাকা: গাজীপুর জেলার কালিয়াকৈরে যাত্রী বেশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় টাঙ্গাইলগামী লেনে এ ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, ঢাকা থেকে ইউসুফ পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। পথে বাসটি চন্দ্রা এলাকায় পৌঁছলে এক নারীসহ কয়েকজন যাত্রী বাসে ওঠে। চন্দ্রা থেকে যাত্রী নিয়ে বাসটি চন্দ্রা ফ্লাইওভার এলাকা পার হওয়ার আগেই বাসে থাকা নারী আগুন আগুন বলে চিৎকার দিয়ে ওঠে। এর পর যাত্রারী নেমে গেলেও আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান বলেন, ‘আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

আগুন গাজীপুর টপ নিউজ যাত্রীবাহী বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর