।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
বুয়েট: ‘লংকাবাংলা ১০ম জাতীয় বুয়েটডিসি বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’-এর ইংরেজি ও বাংলা সেশনে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ (আইবি) ও গ্রুপ অব ডিবেটিং ক্লাব (জিওডি)।
শনিবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি (বুয়েট)-এর সেমিনার হল মিলনায়তনে দুসপ্তাহব্যাপী ‘লংকাবাংলা ১০ম জাতীয় বুয়েটডিসি বিতর্ক প্রতিযোগিতা-২০১৮’-এর সমাপনী অনুষ্ঠান হয়। বিতর্ক প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল সারাবাংলা ডটনেট ও গাজী টেলিভিশন।
অনুষ্ঠানে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক সত্যপ্রসাদ মজুমদার ও লংকাবাংলার সিনয়র ব্রান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন অফিসর মো. তৌফিক হাসান।
বিতর্ক প্রতিযোগিতার ইংরেজি সেশনের ডিবেটর অব দ্য ফাইনাল ও ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের (আইবি) বিতার্কিক কাজী। বাংলা সেশনের ডিবেটর অব দ্য টুর্নামেন্ট ও ডিবেটর অব দ্য ফাইনাল গ্রুপ অব ডিবেটিং ক্লাবের (জিওডি) বিতার্কিক মেঘ মল্লোল।
অনুষ্ঠানে অতিথি ও বিতর্ক প্রতিযোগিতার বিচারকদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ‘প্যারাডাইম শিফট’ স্লোগান নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি (বুয়েটে) দুসপ্তাহব্যাপী ‘লংকাবাংলা ১০ম বুয়েটডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৮’ শুরু হয়েছে গত ১০ মে বৃহস্পতিবার।
বিতর্ক প্রতিযোগিতাকে তিনটি সেশনে ভাগ করা হয়ে। প্রথম সেশনে ১০ মে থেকে ১২ মে অন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। দ্বিতীয় সেশনে ১৭ মে থেকে ১৯ মে অন্তঃক্লাব বাংলা বিতর্ক প্রতিযোগিতা ও ১৯ মে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় ২৮টি দল এবং অন্ত:ক্লাব বাংলা বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি দল অংশগ্রহণ করে।
সারাবাংলা/টিআর/এমআই