Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা অবরোধ-হরতাল ডাকছে— এরা গণতন্ত্রের শক্তি নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ১০:১০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৩ ১৩:২১

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি— এরা কিন্তু গণতন্ত্র সমর্থন করে না। যারা আজ গণতান্ত্রিক একটা নির্বাচন বয়কট করছে এবং প্রতিহত করার জন্য অবরোধ-হরতাল ডাকছে; এরা তো গণতন্ত্রের শক্তি নয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিমকোর্টসংলগ্ন মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে আজ সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি এরা কিন্তু গণতন্ত্র সমর্থন করে না। গণতন্ত্রকে পরিপূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে লড়াই আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয়েছে। এই লড়াই আমরা আরও এগিয়ে নিয়ে যাব। ক্রমেই গণতন্ত্র পরিপূর্ণ হবে, ক্রুটিমুক্ত হবে এবং পরিপূর্ণতা পাবে। সে লক্ষ্যে আমরা সংগ্রাম করে যাচ্ছি।’

১৪ দলের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে গতকালের বৈঠক বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের শরিক নেতারা মধ্যরাতে বলে দিয়েছে সবকিছু। এ ব্যাপারে আমি আর কিছু বলছি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর মানবাধিকার দিবস সে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বড় সমাবেশ আকারে করবো এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদনও করেছি। সেই আবেদন তারা গ্রহণ করেননি। সমাবেশের নামে শোডাউন হবে এ আশঙ্কায় কারণে। তাই আমরা ১০ তারিখ মানবাধিকার দিবসের অনুষ্ঠানিকতা ভেতরেই পালন করবো।’

এসময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

অবরোধ-হরতাল গণতন্ত্রের শক্তি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর