চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি মোড়ে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার এস এম আরিফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘সড়কের পাশে রাখা বাসটিতে কে বা কারা এসে আগুন দেয়। আগুনে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। আমরা দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।’
উল্লেখ্য, সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকে দশম দফায় বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।