Tuesday 18 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হান্টার বাইডেনের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩ ১৩:২৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৪

মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির একটি ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে। মামলায় হান্টার বাইডেনের বিরুদ্ধে ৯টি অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্পেশাল কাউন্সেল ডেভিড ওয়েইস হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ নিয়ে চলতি বছরে দুটি ফৌজদারি অভিযোগে গঠন হলো হান্টার বাইডেনের বিরুদ্ধে। এর আগে গত সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার সময় মিথ্যা তথ্য দেওয়ার একটি অভিযোগে অস্ত্র মামলায় অভিযুক্ত হন বাইডেনপুত্র।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গঠিত নতুন অভিযোগে বলা হয়, ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১৪ লাখ মার্কিন ডলার ট্যাক্স ফাঁকি দিয়েছেন।

অভিযোগ প্রমাণিত হলে ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। নতুন অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি।

সারাবাংলা/আইই

টপ নিউজ হান্টার বাইডেন

বিজ্ঞাপন

২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বান্ধব’
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২

আরো

সম্পর্কিত খবর