Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৭

প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরের সদর উপজেলার পুরানাপৈলের পারবাট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, রেললাইনের ওপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি হুমায়ুন কবির জানান, স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/এনইউ

জয়পুরহাট ট্রেন ধাক্কা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর