Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: কুড়িগ্রামে ১২ পরীক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৩ ১৯:১০

কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষা দেওয়ার অভিযোগে ১২ জন পরীক্ষার্থীকে আটক এবং ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী পরীক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কুড়িগ্রামে ৪৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৮০৫ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২০ হাজার ৭১ জন এবং পরীক্ষায় অনুপস্থিত ৬ হাজার ৭৩৪ জন।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

সারাবাংলা/এমও

জালিয়াতি নিয়োগ পরীক্ষা পরীক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর